
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা এবং মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষার জন্য তথ্য অভিযান শুরুর বিষয়ে এক প্রেস ব্রিফিং বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, বিভাগীয় তথ্য অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলশি কমিশনার রুনা লায়লা, জলো মাদকদ্রব্য নয়িন্ত্রণ অধদিপ্তররে উপ-পরচিালক মলয় ভূষণ চক্রর্বতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ খললিুর রহমান, সহ-সভাপতি ও দনৈকি আজকরে বরশিালরে প্রধান নর্বিাহী সম্পাদক এম.আর.প্রন্সি, দনৈকি প্রথম সকালরে প্রকাশক সম্পাদক কাজী আল মামুন, চ্যানলে আই ব্যুরো চীফ শাহীনা আজমনি, যায়যায় দনি ব্যুরো চীফ আরফিুর রহমান সহ বভিন্নি গণমাধ্যমরে সাংবাদকিবৃন্দ। সভায় বক্তারা মাদক নির্মূলের লক্ষ্যে সরকারে নেয়া নতুন কর্মসূচি তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তারা গত এক বছরে বরিশালে ৫৫২ টি অভিযান চলিয়ে ১১৬ জন মাদক বিক্রেতাকে আটক করেছে। আর মামলা হয়েছে ১০৯ টি। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র গত জানুয়ারী মাসে মেট্রাপলিটনের চার থানায় ৯৭ টি মাদক মামলা দায়ের হয়েছে। জলো প্রশাসক বলনে, প্রয়োজনরে তুলনায় বরশিাল জলো মাদকদ্রব্য নয়িন্ত্রণ অধদিপ্তররে লোকবলরে অভাবে মাদক বরিোধী র্কাযক্রম ব্যাহত হচ্ছে । তথ্য অভযিানরে কৌশলসমূহ আধুনকি ও তথ্য মন্ত্রণালয়, সুরক্ষা ও সবো বভিাগ এবং মাদকদ্রব্য নয়িন্ত্রণ অধদিপ্তর একযোগে মাদক বরিোধী তথ্য অভযিানে কাজ করল,ে গণমাধ্যমর্কমীরা তাদরে লখেনীর মাধ্যমে সরকাররে এহনে উদ্যোগকে সামাজকি আন্দোলনে রূপ দতিে বরাবররে মতো পাশে এসে দাড়াল,ে মাদকরে মতো এ ভয়াবহ ব্যাধী থকেে দশে অচরিইে মুক্ত হতে পারবে বলে উপস্থতি অনকেইে মত দনে ।