মুলাদীতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুবদলের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮ | আপডেট: ১১:৫৭:অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮

মুলাদীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জনমত গঠনে লিফলেট বিতরণ করেছেন কাজিরচর ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাজিরচর ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রিয় কর্মসূচি পালন করে চরকমিশনার ফেরিঘাট এলাকায় বিভিন্ন দোকান, বাস যাত্রী ও স্থানীয়দের মাঝে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী সংবলিত লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাজিরচর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোঃ রুহুল আমিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তোতা মিয়া, যুগ্ম আহ্বায়ক মাসুম মৃধা, কাজিরচর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আঃ মালেক হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা কামাল সরদার, মিজান সিকদার, সিদ্দিক হাওলাদার, কামাল হাওলাদার, কাজিরচর ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক কাজী সিরাজসহ কাজিরচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় নেতাকর্মীরা বলেন বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। কিন্তু জনগণ তাদের প্রিয় নেত্রীকে মুক্ত করে আনবে বলে দাবী করেন যুবদল নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email